অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপক খেলাকে সামনে রেখে আজ নিউজিল্যান্ডেড় ক্রাইস্টচার্চে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ অনূর্ধ্ব ক্রিকেট দল।

তবে আজকের এইও প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানেই অলআউট হয় বাংলাদেশ অনুর্ধ১৯ দল। সেই সাথে আফগানিস্তান তুলে নেয় ৫৬ রানের সহজ জয়।

টসে জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। পরে হাসান মাহমুদ এবং রবিউল হকের দুর্দান্ত বোলিংয়ে ৮ বল বাকি থাকতেই ২০৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান অনুর্ধ১৯ দল। তবে মাঝারি রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়লেও সেখান থেকে বেরিয়ে সক্ষম হয় টাইগার টপ অর্ডারের দুই ব্যাটসম্যান পিনাক ও সাইফ।

ইনিংসের তৃতীয় ওভারে বল করতে আসে আফগান কাপ্তান নবীন-উল-হকে। তার বলে সাজঘরে ফিরে যান নাইম হাসান। তবে পিনাকের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সাথে কাপ্তান সাইফের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৮৮ রানে পিনাককে সাজঘরে পাঠিয়ে নতুন ব্যাটসম্যান তৌহিদ হৃদয়ের উপর চাপ সৃষ্টি করে আফগান বোলাররা।

এদিকে সাইফকে ৪৩ রানে কট বিহাইন্ডের কবলে পড়ে বিদায় নেন সাইফ, তার বিদায়ের পর দাড়াতে পারেননি আর কোন ব্যাটসম্যানই। মাত্র ২৩ রান তুলতেই বাকি সবকটি উইকেট হারায় বাংলাদেশ। ফলে মাত্র ১৫০ রানেই অলআউট হয় যুব টাইগাররা ।