পাঁচ পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল ওয়েস্ট-ইন্ডিজ। আগামী সোমবার ১৭ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি। ২০ ও ২২ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে শেষ দুটি টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টির ওয়েস্ট ইন্ডিজ দল:

  1. কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক),
  2. রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক),
  3. ড্যারেন ব্রাভো,
  4. শিমরন হেটমায়ার,
  5. ফ্যাবিয়ান অ্যালেন,
  6. কেসরিক উইলিয়ামস,
  7. কিমো পল,
  8. ক্যারি পিয়ের,
  9. নিকোলাস পুরান,
  10. এভিন লুইস,
  11. দিনেশ রামদিন,
  12. শেই হোপ,
  13. শেরফান রাদারফোর্ড,
  14. শেলডন কট্রেল,
  15. ওশান টমাস।