ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে এসেছে বেশ কিছু পরিবর্তন।

উইন্ডিজ সিরিজের বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:

  1. সাকিব আল হাসান (অধিনায়ক),
  2. মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক),
  3. তামিম ইকবাল,
  4. সৌম্য সরকার,
  5. লিটন দাস,
  6. মুশফিকুর রহিম,
  7. মেহেদী হাসান মিরাজ,
  8. নাজমুল ইসলাম অপু,
  9. রুবেল হোসেন,
  10. মুস্তাফিজুর রহমান,
  11. মোহাম্মদ মিঠুন,
  12. মোহাম্মদ সাইফউদ্দিন,
  13. আবু হায়দার রনি,
  14. আরিফুল হক।