ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যাবধানে ওয়ানডে সিরিজ জয় করে আত্মবিশ্বাস নিয়েই টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু প্রথম টি২০ ম্যাচে বৃষ্টি আইনি ৭ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ।

তবে টি২০ সিরিজ জয়ের সুযোগ রয়েছে এখনো। ওয়েস্ট-ইন্ডিজ সফর শেষ করে বর্তমানে ইউএসএ তে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। ফ্লোরিডায়ই হবে শেষ দুটি টি২০ ম্যাচ।

৪ আগস্ট বাংলাদেশ সময় ভোর ৬ঃ০০ টায় সিরিজ বাচানোর ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি।

উল্লেখ্য, সিরিজে তৃতীয় ও শেষ টি২০ আগামি ৫ আগস্ট সকাল ৬টায় ফ্লোরিডায়ই অনুষ্ঠিত হবে ।