
মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি।
ব্যাটিংয়ে নেমে সুবিধে করতে পারেনি বাংলাদেশ। শুরুতেই ওপেনার লিটনকে হারায়। এর পর অভিষেক হওয়া ফজলে রাব্বিও রানের খাতা খুলার আগেই আউট হয়। এর পর মুশফিক মাঠে নেমে বেশিখন থাকতে পারেনি। ২০ বলে ১৫ রান করে ফিরে যায়।
মুশফিক ফিরে গেলে মিঠুন ইমরুলকে সঙ্গদেয়। কিন্তু এই পথ বেশি দুর যেতে পারেনি। ৪০ বলে ৩৭ রানের ইনিংস খেলে ফিরে যায় মিথুন। তখনও উইকেট আঁকড়ে ধরেছিলো ইমরুল।
এরপর মাহমুদুল্লাহ ও মেহেদি হাসান মাঠে দাড়াতেই পারেনি। যথাকক্রমে ০ ও ১ রান করে ফিরে যায় এই দুই ব্যাটসম্যান। তখন সাইফুদ্দিনকে সঙ্গে নিয়ে এগিয়ে চলে ইমরুল কায়েস। ৪৮.৪ তম ওভারের সময় ১৪৪ রানের ইনিংস খেলে আউট হয় ইমরুল কায়েস।
সব কয়টি ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান করে বাংলাদেশ। ২৭২ রানের টার্গেটে পায় জিম্বাবুয়ে।
দলের হয়ে সর্বোচ্চ রান করে ইমরুল ১৪৪, সাইফুদ্দিন ৫০ রান, মিঠুন ৩৭ রান।
