জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে বাংলাদেশ। প্রথমে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়েকে ২৭২ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে দুর্ধান্ত শুরু করে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে দুর্ধান্ত শুরু করলেও বাংলাদেশের হয়ে প্রথম ব্রেকথ্রু এনেদেয় মুস্তাফিজ। মুস্তাফিজের পর জিম্বাবুয়ে শিবিরে আঘাত নাজমুল অপু।

এরপর রান আউটের ফাদে পড়ে জিম্বাবুয়ের অধিনায়ক। অধিনায়ক ফিরে গেলে আবারও জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানে অপু।

এরপর জিম্বাবুয়ে শিবিরে জোড়া আঘাত হানে মিরাজ। জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের মাঠে দাড়াতেই দিচ্ছে না বাংলাদেশী ব্যাটসম্যানরা। এক এক করে উইকেট শিকার করতে থাকে বাংলাদেশ।

সব কয়টি ওভার খেলে ২৪৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। যার ফলে ২৮ রানে জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে মিরাজ ৩টি, অপু ২টি ও মুস্তাফিজ ও মাহমুদুল্লাহনেয় ১টি করে উইকেট। দুইটি আসে রান আউট।