চলতি বছরে অক্টোবর মাসে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে সফর করবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর তাই সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি।

এই সিরিজ দিয়েই বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে সিলেটের৷ আগামী ৩ নভেম্বর সিলেটে হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১১ নভেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট।

টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ অক্টোবর। সিরিজের প্রথম ওয়ানডে হবে মিরপুরে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ – জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি :

১৯ অক্টোবরঃ প্রস্তুতি ম্যাচ (বিকেএসপি)

১ম ওয়ানডেঃ ২১ অক্টোবর (মিরপুর)

২য় ওয়ানডেঃ ২৪ অক্টোবর (চট্টগ্রাম)

৩য় ওয়ানডেঃ ২৬ অক্টোবর (চট্টগ্রাম)

২৯-৩১ অক্টোবরঃ তিন দিনের প্রস্তুতি ম্যাচ (চট্টগ্রাম)

১ম টেস্টঃ ৩-৭ নভেম্বর (সিলেট)

২য় টেস্টঃ ১১-১৫ নভেম্বর (মিরপুর)

সিরিজের সবকয়টি ওয়ানডে ম্যাচই দিবারাত্রির।