
এশিয়া কাপের পর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। এই সফরে থাকচগে ২ টেস্ট এবং তিন ওয়ানডে। আসন্ন এই সিরিজকে সামনে রাখে মাসাকাদজাকে অধিনায়ক দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।তবে বোর্ডের সাথে দ্বন্দের কারণে বাদ পড়েছেন অলরাউন্ডার সিকান্দার রাজা।
বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ে দল:
ওয়ানডে স্কোয়াড :
- হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক),
- সলোমন মিরে,
- ক্রেইগ আরভিন,
- ব্রেন্ডন টেইলর,
- শন উইলিয়ামস,
- পিটার মুর,
- এলটন চিগুম্বুরা,
- ডোনাল্ড তিরিপানো,
- কাইল জারভিস,
- ব্রান্ডন মাভুতা,
- রিচার্ড এনারাভা,
- জন নায়ুম্বু,
- ওয়েলিংটন মাসাকাদজা,
- তারিসাই মুসাকান্দা,
- টেন্ডাই সাতারা,
- কেফাস ঝুওয়াও।
টেস্ট স্কোয়াড :
- হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক),
- ব্রায়ান চারি,
- ক্রেইগ আরভিন,
- ব্রেন্ডন টেইলর,
- শন উইলিয়ামস,
- পিটার মুর,
- রেজিস চাকাভা,
- ডোনাল্ড তিরিপানো,
- কাইল জারভিস,
- ব্রান্ডন মাভুতা,
- রিচার্ড এনগারাভা,
- জন নায়ুম্বু,
- ওয়েলিংটন মাসাকাদজা,
- রায়ান বার্ল,
- টেন্ডাই সাতারা।
