চলতি মাসের ২১ তারিখ থেকে জিম্বাবুয়ে বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

ইঞ্জুরির করণে দলে নেই তামিম, সাকিব। সেই সাথে বাদ পরেছে সৌম্য ও মমিনুল। দলে এসেছে পেসার সাইফুদ্দিন ও নতুন মুখ ফজলে রাব্বি।

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশের চুরান্ত দল:

  1. মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক),
  2. লিটন দাস,
  3. ইমরুল কাইয়েস,
  4. নাজমুল হোসেন শান্ত,
  5. মুশফিকুর রহিম,
  6. মোঃ মিথুন,
  7. মাহমুদুল্লাহ রিয়াদ,
  8. আরিফুল হক,
  9. মেহেদি হাসান মিরাজ,
  10. মুস্তাফিজুর রহমান,
  11. নামজমুল ইসলাম অপু,
  12. রুবেল হোসেন,
  13. সাইফুদ্দিন,
  14. আবু হাইদার রনি,
  15. ফজলে রাব্বি।