
একবারে শূন্য হাতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। গতকাল রাবিবার শেষ হলো দক্ষিন আফ্রিকা সিরিজ। এই সিরিজে ওয়ানডে ও টি২০ দুই ফরমেটে হোয়াইটাওয়াস হয়েছে জিম্বাবুয়ে। ওয়ানডেতে ৩-০ ব্যাবধানে পরাজিত হয়েছে। সেই সাথে টি২০ এক ম্যাচ বাকি থাকতেই হোয়াইটাওয়াস হয়েছে তারা।
গতকাল রবিবার একটি টি২০ জিতার শেষ সুযোগ ছিলো। কিন্তু বৃষ্টির করণে তা হয়ে উঠেনি। এমন বৃষ্টি হয়ে ছিলো যে টস পর্যন্ত হয়নি। সারা দিন বৃষ্টির পর বিকালে বেলা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে। আর তাই জয়হীন বাবে শূণ্য হাতে বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে।
আগামী কাল সকাল ৮.৪০ মিনিটে বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশের সাথে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলবে।
