আগামী ২১ তারিখ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। ২৪ এবং ২৬ অক্টোবর হবে পরের দুই ম্যাচ।

এই সিরিজে টিকিট বিক্রি শুরু হবে ২০ অক্টোবর থেকে। টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত। মিরপুর স্টেডিয়ামের জন্য পাঁচ ক্যাটাগরির টিকিট এবং চট্টগ্রামের জন্য থাকছে ছয় ক্যাটাগরির টিকিট। তবে টেস্টের টিকিটের মূল্য শুরু হবে ৫০ থেকে, সর্বোচ্চ ৫০০ টাকা।

এই সিরিজের টিকিট কিনতে পারবেন ইউক্যাশ থেকে। এছাড়া বিসিবি নির্ধারিত কাউন্টার থেকেও কেনা যাবে সিরিজের টিকিট। ইউক্যাশের মাধ্যমে টিকিট পাওয়া যাবে *২৬৮# – এই নম্বরে। নিশ্চিতকরণ মেসেজ পাওয়া পর ইউক্যাশের নির্দিষ্ট এজেন্টকে মেসেজ দেখিয়ে টিকিট নিতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। আরও তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ১৬৪১৯- এই নম্বরে।

২০ অক্টোবর থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে বিসিবির নির্ধারিত কাউন্টারে মিলবে ম্যাচের টিকিট। পাওয়া যাবে ম্যাচের দিনও। ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টের টিকিট পাওয়া যাবে ১০ নভেম্বর ইনডোর স্টেডিয়ামে। কিংবা টেস্টের প্রতিদিনের টিকিট প্রতিদিনও কেনা যাবে।