
আর্জেন্টিনার মুখোমুখি হয়ে ছিলো বাংলাদেশ ফুটবল দল। সেই ম্যাচে ৫-২ গোলে হেরেছিল বাংলাদেশ। শুরু হয়ে গেছে রাশিয়া বিশ্বকাপ। ইতিমধ্যেই সারাবিশ্ব মেতে উঠেছে রাশিয়া বিশ্বকাপে উন্মাদনায়। তবে বিশ্বকাপের উন্মাদনাটা মনে হয় একটু বেশিই বাংলাদেশে।
বাঙালী জাতীদের এসব উন্মাদনা দেখে অনেকেই বলে, ‘ব্রাজিল বা আর্জেন্টিনার সাথে যদি বাংলাদেশের খেলা হত, তবে কেমন হত সে খেলার ফলাফল?’
এ প্রজন্মের যারা ফুটবল নিয়ে মাতামাতি করে তাদের হয়ত অনেকেরই অজানা বাংলাদেশ আর্জেন্টিনার ম্যাচের কথা, বাংলাদেশ ফুটবল দল মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার সাথে। সেটা ১৯৮৩ সালের কথা, আর্জেন্টিনার একটি দলের সাথে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।
মূলদল না হলেও আর্জেন্টিনার সাথে মুখোমুখি ম্যাচ বেশ জমজমাটই হয়েছিল। ১৯৮৩ সালে মালয়েশিয়ার মারদেকা কাপে ৫-২ গোলে আর্জেন্টিনার সাথে হেরেছিল বাংলাদেশ।
সেদিন বাংলাদেশের পক্ষ দুটি গোল করেছিল আশরাফউদ্দিন চুন্নু ও শেখ মোহাম্মদ আসলাম।
সেদিন খুব খারাপ খেলেনি বাংলাদেশীরা বলছিলেন সেই ইতিহাসের সাক্ষী শেখ মোহাম্মদ আসলাম । তিনি বলেন, ‘দলটা যুবদলই ছিল, এটা মনে আছে। আর্জেন্টিনার সেই চিরাচরিত আকাশি-সাদা জার্সিতে মাঠে নেমেছিল তারা। আমাদের মাথায় ছিল এই আর্জেন্টিনাই ১৯৭৮ সালের বিশ্বকাপ জিতেছে। আমরা ভালো খেলেছিলাম। কিন্তু দলটা ছিল দুর্দান্ত।’
আসলাম স্মৃতিচারণ করে জাতীয় এক দৈনিককে আরো বলেন, ‘মাঝমাঠ থেকে বল নিয়ে গিয়ে গোল করেছিলাম। এক গোলে পিছিয়ে যাওয়ার পর আমার গোলেই বাংলাদেশ সমতা আনে। কিন্তু সমতার পর আর্জেন্টাইন দলটি যেন আরও তেড়েফুঁড়ে ঝাঁপিয়ে পড়েছিল। পরে আরও চার গোল খাই। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোলটি করেছিল চুন্নু। পেনাল্টি থেকে।’
