
ক্লাব ফুটবলের অন্যতম নাম স্পেনিস ক্লাব বার্সেলোনা। বার্সেলোনা এই চলতি মাসে পাঁচটি ম্যাচ খেলবে। তবে এই মাসে বার্সেলোনার সব ম্যাচ খেলতে পারবে না মেসি। ইনজুরির কারণে ৪ ও ৭ তারিখের ম্যাচ গুলো মিস করতে পারে।
নভেম্বর মাসে বার্সেলোনার সব ম্যাচের সময়সূচিঃ
- রায়ো ভালেকানো বনাম বার্সেলোনা ৪ নভেম্বর রাত ১ টা ৪৫ মিনিটে।
- ইন্টার মিলান বনাম বার্সেলোনা ৭ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগ রাত ২:০০ টায়।
- বার্সেলোনা বনাম রিয়াল বেটিস ১১ নভেম্বর রাত ৯ টা ১৫ মিনিটে।
- আ্যতলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনা ২৫ নভেম্বর রাত ১ টা ৪৫ মিনিটে।
- পিএসভি বনাম বার্সেলোনা ২৯ নভেম্বর রাত ২:০০ টায়
নভেম্বর মাসের বেশির ভাগ ম্যাচই অ্যাওয়ে ম্যাচ তাই বার্সেলোনার জন্য বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এই মাসটি।
