
বার্সেলোনায় সফর করলেন বাংলাদেশের হয়ে একমাত্র নবেল জয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। তাই অনেকেই জানতে চায়েছে হঠাৎ করে কেন বার্সেলোনা গেলেন তিনি। কারণ হলো এই অর্থনীতিবিদের আলোচিত গ্রন্থ ‘এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস’ এর স্প্যানিশ সংস্করণটি দেওয়ার জন্য। গতকাল বুধবার কাতালান ক্লাবটির হয়ে খেলা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির হাতে তুলে দেয়া হয় এই গ্রন্থ।

এসময় জেরার্ড পিকে, এরিক আবিদাল, স্যামুয়েল উমতিতির মতো তারকারা ইউনূসের সঙ্গে দেখা করেন।


তখন বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট জর্ডি মাস্ত্রে ‘ইউনূস’ লেখা একটি জার্সিও উপহার দেন তাকে।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূস ২০০৬ সালে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো নোবেল জয় করেছিলেন।

এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে বার্সার আমন্ত্রণে ক্লাবটির স্টেডিয়াম ও জাদুঘর পরিদর্শন করেছিলেন ড. ইউনূস।
