স্প্যানিশ লা লিগায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বার্সেলোনার ফুটবলাররা। মেসি-ইনিয়েস্তারা নিজ জার্সিতে মায়ের নাম লিখে খেলতে নামেন এদিন।

বিশ্ব মা দিবসে মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানাতে এমন অসাধারণ উদ্যোগ নেয় ইউনেস্কো। সংস্থাটির ডাকে সাড়া দেন বার্সা খেলোয়াড়রা। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে বার্সার প্রতিটি খেলোয়াড়ের জার্সিতে নিজ নামের জায়গায় থাকে মায়ের নাম।

এমন ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে ভালভারদের দল। মৌসুমের শুরু থেকে দারুণ সফল বার্সেলোনা।

তবে লা লিগার ইতিহাসে প্রথমবারের মতো অপরাজিত থেকে মৌসুম শেষ করতে হলে নিজেদের শেষ দু’ম্যাচেও জয় কিংবা ড্র করতে হবে মেসিবাহিনীকে।