
ফুটবল বিশ্বকাপের পর পরেই শুরু হলো ইন্টারন্যাশনাল কাপ। সেই টুর্নামেন্টে অংশ নিচ্ছে লা লীগার হট ফেভারিট দল বার্সেলোনাও। এই কাপের এখন পর্যন্ত সর্বোচ্চ শিরোপার রেকর্ড আছে রিয়াল মাদ্রিদের।
সব দলের মতো বার্সালোনাও চাইবে এবারের শিরোপা নিজেদের করে তুলতে। এক নজরে দেখে নিন ইন্টারন্যাশনাল কাপে বাংলাদেশ সময়ে বার্সেলোনা যখন মাঠে নামবেঃ
বার্সেলোনা বনাম টটেনহ্যাম
২৯/০৭/২০১৮সকাল ৯:০৫ মি:
বার্সেলোনা বনাম রোমা
০১/০৮/২০১৮সকাল ৮:০৫ মি:
বার্সেলোনা বনাম এসি মিলান
০৫/০৮/২০১৮সকাল ০৬:০৫ মি
উল্লেখ্য ইবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৪টি দল যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ থেকে। এছাড়াও ৩টি দল যাচ্ছে লা লীগা থেকে। লা লীগার বাকি দুইটি দল হচ্ছে অ্যাটলেটিকো এবং রিয়াল মাদ্রিদ।
