
ক্লাব ফুটবলে বার্সেলোনার কাছ থেকে জয় ছনিয়ে নেওয়া প্রতিপক্ষের জন্য কঠিন একটি কাজ। আর তারি ধারাবাহিকতায়য় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের প্রথম ম্যাচে টটেনহ্যামকে পরাজিত করল বার্সেলোনা।

এই ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় শেষ হয়। এর পর পেনাল্টি শ্যুট আউটের ম্যাধমে জয় ৫-৩ গোলে জয় নিশ্চিত করে।
ম্যাচের শুরুতেই ১৫ মিনিটে মুনির এল হাদ্দাদির করা গোল থেকে এগিয়ে যায় বার্সেলোনা। তার কিছুক্ষণ পরেই আরথুর এর গোলে ব্যবধান দিগুন করে বার্সেলোনা।
এর পর প্রথম অর্ধে আর কোন গোল নাহলে ২-০ গোলে বিরতিতে যায় বার্সেলোনা। ম্যাচে বেশ কয়েক বার সুযোগ তৈরি করেছে টটেনহ্যাম। কিন্তু সুযোগ গুলো কাজে লাগাতে পারে নি তারা। তবে ম্যাচের শেষ দিকে এসে দুইটা গোল করে সমতায় আনে।
টটেনহ্যামের হয়ে ম্যাচের ৭৩ মিনিটে সন হিউন মিং এবং ৭৫ মিনিটে জর্জ গোল দুটি করেন। বাকি সময়ে কোন দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে।
সেখানে একটি পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান সিলেসেন।
নিজেদের সব গুলো কিক থেকেই গোল করতে সক্ষম হন বার্সার খেলোয়াড়েরা। বার্সার হয়ে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন সার্জি প্যালেন্সিয়া,এবেল রুইজ, মন্চু,রিকার্ড পুইগ এবং ম্যালকম।
টটেনহ্যামের হয়ে সন হিউন মিং,ডেভিস আর স্যানচেজ গোল করতে সক্ষম হলেও ব্যর্থ হন এন্থনী জর্জিও।

যার ফলে ৫-৩ ব্যবধানে জয়ী হয় বার্সেলোনা।
