
গতবছর বিপিএলে ছিলো না বরিশাল বুলস। করণ ফ্র্যাঞ্চাইজি ফি এবং ক্রিকেটারদের পারশ্রমিকের গ্যারান্টি মানি না দিতে পারায় বিপিএল থেকে বাদ পরে বরিশাল বুলস৷ গতবার বাদ পড়ার পর অনেকে ভেবেছিল এবার হয়তো বিপিএলে থাকবে বরিশাল৷ কিন্তু এবারও হয়তো বিপিএলে অংশগ্রহণ করতে পারছে না বরিশাল বুলস।
এর কারণ হিসেবে বিসিবির ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সময়ের কথা বলেছে।
ইউনুস বলেন, ‘বরিশালর বুলস এবার মনে হয় না থাকবে। আগের বছরের ৭টা দলই থাকবে। কারণ সময় খুব কম। একটা দল বাড়ালে ম্যাচ অনেকগুলো বেড়ে যাবে। তাছাড়া বিপিএলের ৬ষ্ট আসর শেষ হতে না হতেই ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে টিম চলে যাবে। আপনারা জানেন নতুন একটি দল বাড়ালে টুর্নামেন্ট লেংদি হবে। সুতরাং সম্ভাবনা নেই।’
অক্টোবর-নভেম্বরে বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে তা অনুষ্ঠিত হবে জানুয়ারিতে।
