শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যাবধানে জয়ের পরই সিরিজের তৃতীয় ও চতুর্থ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের এই দলে আছে একটি পরিবর্তন। ইমরুল কায়েসের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন আবুল হাসান রাজু।

১) মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক),

২) সাকিব আল হাসান,

৩) মুশফিকুর রহিম,

৪) মাহমুদউল্লাহ রিয়াদ,

৫) তামিম ইকবাল,

৬) এনামুল হক বিজয়,

৭) মোহাম্মদ সাইফউদ্দিন,

৮) রুবেল হোসেন,

৯) মোস্তাফিজুর রহমান,

১০) মেহেদী হাসান মিরাজ,

১১) মোহাম্মদ মিঠুন,

১২) নাসির হোসেন,

১৩) সাব্বির রহমান,

১৪) আবুল হাসান রাজু

১৫) সানজামুল ইসলাম।