
র্যাংকিংয়ে সাত নম্বরে থেকে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার পথ আরো পরিষ্কার করে দিল জিম্বাবুয়ে। গতকাল সিরিজের চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪ উইকেটে হারিয়েছে গ্রায়েম ক্রেমারের দল।
তাতে সিরিজে এখন ২-২ সমতায় আর লাভ হলো বাংলাদেশের। কেননা গতকাল ২ রেটিং পয়েন্ট হারিয়েছে শ্রীলঙ্কা। ৯০ পয়েন্ট নিয়ে তারা এখন ৮ নম্বরে। বাংলাদেশ সাতে আছে ৯৪ পয়েন্ট নিয়ে।
নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৮।ডেডলাইন ৩০ সেপ্টেম্বরের আগে নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ রয়েছে শ্রীলঙ্কার। সেখানে রূপকথার পারফরম্যান্সে পরাক্রমশালী ভারতকে হোয়াইটওয়াশ।
করতে পারলেই কেবল বাংলাদেশকে টপকে যেতে পারবে অ্যাঞ্জেলো ম্যাথুজের দল। নিরোশান ডিকওয়েলা ও দানুস্কা গুণাতিলকার রেকর্ড ২০৯ রানের উদ্বোধনী জুটিতে হাম্বানটোটায় ৩০০ রানের বড় স্কোরই গড়েছিল শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের ইনিংসের ২১ ওভারের সময় বৃষ্টিতে বন্ধ ছিল ম্যাচ।
সে সময় ৩ উইকেটে ১৩৯ করায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে এগিয়ে ছিল জিম্বাবুয়ে। তবে বৃষ্টি শেষে খেলা শুরু হলে ৩১ ওভারে লক্ষ্যটা দাঁড়ায় ২১৯ রানে। ক্রেইগ আরভিনের ৫৫ বলে ৮ বাউন্ডারি ১ ছক্কায় হার না মানা ৬৯-এ ১০ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে সফরকারীরা।
শ্রীলঙ্কার সান্ত্বনা বলতে ক্রিকেট ইতিহাসে প্রথম উদ্বোধনী জুটি হিসেবে নিরোশান ডিকওয়েলা ও দানুস্কা গুণাতিলকার টানা দুটি ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়া।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দুজন গড়েছিলেন ২২৯ রানের জুটি। ডিকওয়েলা ১০২ ও গুণাতিলকা খেলেছিলেন ১১৬ রানের ইনিংস। একই ভেন্যু হাম্বানটোটায় গতকাল আবারও ২০৯ রানের জুটি তাঁদের। গুণাতিলকা না পারলেও টানা দ্বিতীয় সেঞ্চুরি করেছেন ডিকওয়েলা।
