নির্বাচকদেরও অবদান আছে দলের কৃতিত্বের পেছনে। ভালো মানের দল গঠন করার জন্য স্বীকৃতি স্বরুপ গত শুক্রবার নির্বাচক প্যানেলকে ১৫ লাখ করে আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাটছে উল্টো পথে। বর্তমানে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যানস হলেও সেই ভালো রেজাল্টের জন্য সেরা দল গঠনের পুরস্কার জোটেনি নির্বাচকদের। উল্টো প্যানেল থেকে দু’একজনকে ছেটে সংক্ষিপ্ত করছে (বিসিবি)।

বিসিবি সুত্রে জানা যায়, সাজ্জাদ আহমেদ শিপন আর থাকছেন না মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেলে । গত বছর জুনে ছয় সদস্যের নির্বাচক প্যানেল দুই স্তরে করা হয়। মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন এবং সাজ্জাদ আহমেদ শিপনের সাথে জুড়ে দেয়া হয় জাতীয় দলের ম্যানেজার, কোচ, এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানকে।

সাজ্জাদ আহমেদ শিপন, তিনি তার পুরোনো জায়গায় ফিরে যাবেন বলে জানিয়েছেন। অনেক দিন ধরেই বয়সভিত্তিক দলগুলোর নির্বাচকের দায়িত্ব পালন করে আসছেন সাবেক ক্রিকেটার শিপন।