
একজন ক্রিকেটারের জন্য এবার বিপদে পড়তে যাচ্ছে সকল বাংলাদেশের সকল ক্রিকেটা। আর এই ক্রিকেটারের জন্য এবারো থাকছে প্লেয়ার বাই চয়েজ পদ্ধতি। যে কারনে সঠিক মূল্য থেকে বঞ্চিত হতে যাচ্ছে অনেক ক্রিকেটার।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গত আসর খেলে যেখানে ৩০ থেকে ৩৫ লাখ টাকা পেয়েছেন, এবার তার চেয়েও দ্বিগুণ পারিশ্রমিক চেয়ে বসলেন এই ক্রিকেটার। তার এই আকাশ পরিমান পারিশ্রমিক চাওয়ার কারণেই প্লেয়ার্স বাই চয়েজ এখন বিতর্কিত।
সেই পদ্ধতিই এখন চেপে বসেছে সকল ক্রিকেটারদের ঘাড়ে। প্লেয়ার বাই চয়েজ পদ্ধতি চালু হওয়ার পর ক্রিকেটারদের অসন্তুষ্টির কারন তুলে নেয়া হবে বলে জানিয়েছিল বিসিবি। তবে ঐ একজন ক্রিকেটারের জন্য সেটা আবারো ঘাড়ে চেপে বসতে যাচ্ছে।
নাম প্রকাশ না করে জাতীয় দলের এক ক্রিকেটার বলেন, একজন ক্রিকেটারের কারনে আমরা সবাই ভোগছি। ওর কারনেই আমাদের সবার পায়ে শিকল।
তিনি বলেন, সে কি এমন খেলেছে যে তাকে ৬০ লাখ টাকা দিতে হবে? জাতীয় দল বা প্রিমিয়ার লিগ কোথাও তার পারফর্মেন্স ভালো নয়। আপনি যদি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের কথা বলেন তাহলে মুশফিকের চেয়ে ধারাবাহিক পারফর্মার পাবেন না। সেখানে ওনি রান করেন কালেভাদ্রে।
এখন প্রশ্ন হল, এমন কোন ক্রিকেটার যার জাতীয় দল ও ঘরোয়া লিগে ফর্ম ভালো না কিংবা রান করেন কদাচিৎ? মুশফিক , সাকিব, তামিম, রিয়াদরা ধারাবাহিক পারফর্মার। সব জায়গাতেই তাদের সাফল্য। রানের প্রসঙ্গ আসায় বাদ যাচ্ছে বোলাররাও। তাহলে বাকি থাকল কে? কদাচিৎ রান করার তালিকায় আছে সাব্বির, সৌম্য, লিটন দাস, ইমরুল কায়েস। তাহলে কি তাদের মধ্য থেকেই কেউ? নাকি অন্য কোন তারকা?
