
এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সালমা খাতুনের নেতৃত্বে দলটি মালয়েশিয়ায় যাবে আগামী ১ জুন দুপুর ২টায়।
বাংলাদেশ স্কোয়াড:
১) সালমা খাতুন,
২) রুমানা আহমেদ,
৩) নিগার সুলতানা,
৪) ফরজানা হক,
৫) খাদিজা – তুল – কুবরা,
৬) ফাহিমা খাতুন,
৭) আয়েশা রহমান,
৮) জান্নাতুল ফেরদৌস সুমনা,
৯) নাহিদা আক্তার ,
১০) পান্না ঘোষ,
১১) লিলি রানী বিশ্বাস,
১২) সানজিদা ইসলাম,
১৩) শারমিন সুলতানা,
১৪) জাহানারা আলম,
১৫)শামিমা সুলতানা।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আগামী ৩ থেকে ১০ জুন পর্যন্ত চলবে মেয়েদের এশিয়া কাপ।
৩ জুন বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে রয়্যাল সেলাঙ্গর ক্লাব মাঠে। পরদিন পাকিস্তানের বিপক্ষে খেলবে কিনরারা ওভাল মাঠে।
