
বিয়ে করছেন জাতীয় দলের ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহান। শুক্রবার খুলনা ক্লাবে নুরুল হাসান সোহানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। কনে সোহান ও তার পরিবারের পূর্ব পরিচিত ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে তাসনিম ইসলাম লিসা।
চ্যাম্পিয়নস ট্রফিতে যাওয়ার সপ্তাহখানেকআগে বাগদান হয় সোহান ও লিসার। এরপর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে ৫০ দিনের সফর শেষ করেই জীবনের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করার সিদ্ধান্ত নিলেন জাতীয় দলের খ্যাতনামা এ ক্রিকেটার।
সোহান ও লিসার জানাশোনা অবশ্য কলেজ জীবন থেকেই। দু’জনে একসঙ্গে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে পড়াশুনা করেছেন, পরবর্তীতে খুলনার নর্দান ইউনিভার্সিটিতেও একসঙ্গে পড়াশুনা করেন তিনি।
কলেজ জীবন থেকেই দু’জনের মধ্যে ভালো লাগা তৈরি হয়, যেটি এখন পূর্ণ রূপ নিতে যাচ্ছে। এখন প্রিয় মানুষটিকেই বউ সাজিয়ে ঘরে তুলে নিচ্ছেন সোহান।
