
সময়টা ২০১৪ সাল, বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া টি – টুয়েন্টি বিশ্বকাপ। বাছাই পর্বের একটি ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সময় চেঞ্জ হয়েছে, কালের বিবর্তনে আফগানিস্তান টি – টুয়েন্টির সেরা একটি দল। যে দলে রয়েছে রশিদ খান, মুজিব, অথবা অভিজ্ঞ নবির মত বিশ্বের সেরা কিছু স্পিনার।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে জানান দিয়েছে এই ফরমেটে তারা কতটা ভয়ঙ্কর। যদিও তাদের প্রধান দুই অস্ত্র রশিদ, মুজিব খেলেনি। অবশ্য প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে পুরোপুরি বিচার করা ঠিক হবে না। বরাবরই বাংলাদেশ প্রস্তুতি ম্যাচগুলোতে খারাপ করে। কিন্তু আসল খেলায় আবার ভিন্ন বাংলাদেশকে দেখা যায়।
২০১৫বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোতে বা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটি প্রস্তুতি ম্যাচে ও ভারতের সাথে খুব বাজে ভাবে হেরেছিল টাইগারারা। পরে অবশ্য ভালো খেলেই সেমিফাইনালে যেতে পেরেছিল তারা।
বাংলাদেশ শিবিরে স্বস্তির নিশ্বাস থাকতে পারে সম্প্রতি নিদাহাস ট্রফির কথা ভেবে। দুর্দান্ত খেলে গিয়েছিল ফাইনালে। সেখান থেকে তৈরি হচ্ছে টি২০ তে বাংলাদেশি ব্র্যান্ড। সেটাকে ধরে রাখতে পারলে আশা করা যাচ্ছে ভালো কিছু করা সম্ভব।
আজ দেরাদুনে শুরু হচ্ছে বাংলাদেশ- আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আইসিসি টি২০ র্যাংকিং আফগানিস্তান বাংলাদেশ থেকে ২ ধাপ এগিয়ে রয়েছে। কাগজে কলমে এবং শক্তির দিক দিয়ে আফগানরা এগিয়ে থাকার ফলে সিরিজটি যে বাংলাদেশের জন্য বড় একটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে তা নিঃসন্দেহেজানা কথাই।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে। এই ম্যাচ দিয়েই ভারতের ২১তম টি-টোয়েন্টি ভেন্যু হিসেবে আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের
