
বর্তমানে বাংলাদেশ দল লম্বা ছুটিতে সময় পার করলেও সামনে কিন্তুু বাংলাদেশের সামনে ব্যস্ত সূচি। তখন শুধু খেলা আর খেলা। অস্ট্রেলিয়া সাথে এইমাসের ২২ তারিখে প্রস্তুতি ম্যাচ। তারপর ২৭ তারিখ প্রথম টেষ্ট ও ৪ তারিখ দ্বিতীয় টেষ্ট।
তারপর শুরু হবে সাউথ আফ্রিকা সাথে সিরিজ।
২১ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সাউথ আফ্রিকা সাথে ৩টি ওয়ানডে, ২টি টেস্ট ও ২টি টি টুয়েন্টি খেলবে বাংলাদেশ।আর নভেম্বর-ডিসেম্বর বিপিএল।
২০১৮ সালে সম্ভাব্য সিরিজ গুলো হলো :
–জানুয়ারীঃ শ্রীলংকার সাথে ২টি টেস্ট, ১ টি টুয়েন্টি।
.ফেব্রুয়ারীঃ বাংলাদেশ, ভারত, জিম্বাবুয়ে ট্রাই নেশন। (৭ ওয়ানডে মোট) তারপর জিম্বাবুয়ের সাথে ২ টা টেস্ট।.
মার্চঃ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা নিদাহাস কাপ (৭ টা টি টুয়েন্টির ট্রাই নেশন).
এপ্রিলঃ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ (২টি টেস্ট, ৩টি ওয়ানডে, ১ থেকে ২টি টি টুয়েন্টি)-
উল্লেখ্য : সব কিছু ঠিক থাকলে এই ব্যস্ত সূচি অনুযায়ী খেলতে হবে টাইগারদের। আশা করি বাংলাদেশ ভালো করবে এবং ইনজুরি মুক্ত থাকবে সব প্লেয়ারেরা। শুভকামনা রইলো টাইগারদের জন্য।
