
গত চার বার ফাইনাল খেলে একবারও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। এই নিয়ে মোট পাঁচ বার ফাইনাল খেলবে বাংলাদেশ। অধরা শিরোপা চুমু আকতে মরিয়া টিম টাইগার্স। তবে এবারের ফাইনালটা একটু ভিন্ন ধরনের কারন এবারই প্রথম দেশের বাইরে ফাইনাল খেলছে বাংলাদেশ।
স্বাগতিক শ্রীলঙ্কাকে হটিয়ে নিদ্রাস ট্রফির ফাইনালে পৌঁছায় টিম টাইগার্স। ইনজুরির কারনে গত দুই মাস যাবত দলের বাইরে থাকা সাকিব দলের সাথে ফিরেছেন গত ম্যাচে তাই ফাইনালে উজ্জিবীত বাংলাদেশ।
ফাইনালে নিজেদের সেরা শক্তি নিয়ে মাঠে নামবে টাইগাররা। সেক্ষেত্রে দীর্ঘ দিন অফ ফর্মে থাকা সাব্বিরের জায়গায় দলে চান্স পেতে পারে অলরাউন্ডার আরিফুল হক।
এছাড়া সাকিব দলে ফেরায় বাঁ হাতি স্পিনার নাজমুলের পরিবর্তে একাদশে জায়গা হতে পারে পেসার তাসকিনের। যেহেতু প্রেমাদাসার মাঠ অনেক বড় তাই দ্রুত গতিতে বল করার জন্যই তাকে একাদশে বিবেচনা করা হচ্ছে তাসকিনকে।
এছাড়া ভারতের বিপক্ষে তার রেকর্ড খুব ভালো। তাই শেষ মুহুর্তে একাদশে তাসকিনকে দেখলে অবাক হওয়অর কিছু থাকবে না।
গুঞ্জণ রয়েছে এই ম্যাচে অফ ফর্মে থাকা সৌম্যকে বসিয়ে ইমরুলকে নমানো হতে পারে। সেক্ষেত্রে ওয়ানডাউনে অভিজ্ঞ ইমরুলকে দেখা যেতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
১. তামিম ইকবাল
২. লিটন দাস
৩. সৌম্য সরকার/ইমরুল কায়েস
৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
৫. মাহমুদউল্লাহ রিয়াদ
৬. সাকিব আল হাসান (অধিনায়ক)
৭. আরিফুল হক/সাব্বির
৮.মেহেদী হাসান মিরাজ
৯.তাসকিন আহমেদ
১০. রুবেল হোসেন
১১. মুস্তাফিজুর রহমান
