
এবারের বিপিএল এখন থেকে শুরুই হয়নি মোস্তাফিজের। ইনজুরির কারনে ফিরেছেন সাউথ আফ্রিকা সফরের মাঝ থেকেই। আর তারেই অপেক্ষায় এখনো বসে আছে রাজশাহী। সিলেট পর্ব খেলতে না পারলেও ঢাকা পর্বে খেলার কথা ছিলো মোস্তাফিজের।
কিন্তু সেটাও হচ্ছে না। বিদেশি লিগ খেলতে খেলতে বিপিএলটাই মাটি হচ্ছে মুস্তাফিজের? . ঢাকা পর্বে ফিজের নামা হচ্ছে না এ ব্যাপারে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী। বললেন, চট্টগ্রাম পর্বে সম্ভব হবে কিনা সেটি নির্ভর করবে উন্নতির উপর। .
‘ঢাকা পর্বে মোস্তাফিজের খেলার সুযোগ নেই। আমরা ৬ সপ্তাহ দেখতে বলেছিলাম। ৬ সপ্তাহ পূর্ণ হবে ২২ তারিখ। এখন ও টিমের সঙ্গে থেকে শর্ট রানআপে বল করছে। চট্টগ্রাম পর্বে পুশ করা হতে পারে। খেলার ব্যাপারটি নির্ভর করবে শারীরিক অবস্থার উন্নতির উপর। ’ . চট্টগ্রাম পর্বে রাজশাহী কিংসের প্রথম ম্যাচ ২৫ নভেম্বর কুমিল্লার ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।
এক সপ্তাহ সময়ের মধ্যে নিজেকে ফিরে পেলে ওই ম্যাচেই দেখা যেতে পারে ফিজকে। . অবশ্য মোস্তাফিজকে লটারিভাগ্যে পেয়েছিলো রাজশাহী। এর আগে তার বরিশালের হয়ে খেলার কথা থাকলেও বরিশালের ফ্রেঞ্চাইজি বাতিল হওয়াতে তা সম্ভবপর হয়নি।
