
অ্যাথলেটিক্স-কে বিদায় জানিয়েছে ইউসেইন বোল্ট। তবে এ বার কি ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছে ইউসেইন বোল্টের?
স্প্রিন্টার হিসেবে তাঁর কোনও স্বপ্নই অপূর্ণ নেই। কিন্তু ট্র্যাকের বাইরে একটা স্বপ্ন আছে বোল্টের, যা এখন পর্যন্ত পূরণ হয়নি। সেটা হল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে কোনও ফুটবল ম্যাচে নামা। হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরি সেরে উঠলে ২ সেপ্টেম্বর ওল্ড ট্র্যাফোর্ডে যে সুযোগ আসতে পারে বোল্টের সামনে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড লেজেন্ডস বনাম বার্সেলোনা লেজেন্ডস ম্যাচে অংশ নেওয়ার জন্য ইউনাইটেডের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে বোল্টকে। এখন বোল্টের সামনে চ্যালেঞ্জ একটাই সময় মতো সুস্থ হয়ে ওঠা।
জানা গেছে, ইউনাইটেড দলে থাকবেন অ্যান্ডি কোল, এডউইন ফান ডার সার, পল স্কোলস, ডোয়াইট ইয়র্ক, ফিল নেভিলরা। বার্সেলোনা দলে দেখা যেতে পারে এরিক আবিদাল, ঘিওর্ঘে পপেস্কুদের।
ফুটবল মাঠে নামার আরও একটা সুযোগ আসছে বোল্টের সামনে। ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের বার্টন অ্যালবিয়ন দলের পক্ষ থেকে বোল্টকে ট্রায়ালে আসার জন্য অনুরোধ করা হয়েছে। ক্লাবের চেয়ারম্যান বেন রবিনসন বলেছেন, ‘‘বোল্ট অসাধারণ অ্যাথলিট। সে যদি চায় আমরা অবশ্যই ওকে ট্রায়ালে ডাকব।’’
ট্রায়ালে বোল্ট যোগ দেবেন কি না, সেটা এখনও ঠিক করে পাকা হয়নি। তবে এটা নিশ্চিত, সুস্থ হয়ে গেলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে তাঁকে দেখা যাবে। তিনি যে ‘রেড ডেভিলস’-এর বিশাল ভক্ত, সেটা বার বার জানিয়েছেন কিংবদন্তি স্প্রিন্টার। এমনকী তিনি এটাও বলেছেন, তিনি পেশাদার ফুটবলে নিজেকে দেখতে চান। এ বছরের শুরুতেই বোল্ট বলেছিলেন, ‘‘আমি যদি ভাল করে ট্রেনিং করি আর সময় দিই তবে মনে হয় ফুটবলটাও খারাপ খেলব না।’’
এ বার তাঁর সামনে বড় সুযোগ এসেছে ‘থিয়েটার অব ড্রিমস’-এ একবারের জন্য হলেও ইউনাইটেড জার্সি পরে মাঠে নামার। এর আগে ক্লবব থেকে বোল্টকে নানা সময় স্মারক জার্সি উপহার দেওয়া হয়েছে। যে জার্সির পিঠে একশো মিটারে তাঁর সেরা সময় নম্বর হিসেবে লেখা রয়েছে। এ বার দেখার বিষয়, ২ সেপ্টেম্বর মাঠে নামলে, কোন নম্বরের জার্সি পরে মাঠে নামেন বোল্ট।
