
গ্লোবাল টি-টোয়েন্টির জন্য চমক হারাবে বিপিএল! ক্রিকেট দক্ষিণ আফ্রিকার উদ্যোগে দেশটিতে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর্দা ওঠতে যাচ্ছে চলতি বছরের নভেম্বর মাসে। একই সময়ে বাংলাদেশেও বসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর।
আর এর ফলে বিপিএলের জোয়ারে ভাটা পড়বে বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের বিপিএলের উপর এই বিপদ।বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের আসর ‘গ্লোবাল টি-টোয়েন্টি’ লিগে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি অংশ নিবে একাধিক বিদেশি ক্রিকেটার।
যারফলে অনেক বিদেশি তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর লক্ষ্য থাকলেও ব্যস্ত মৌসুমের ফলে তা করতে পারছে না ফ্র্যাঞ্চাইজিগুলো।তাই গ্লোবাল টি-টোয়েন্টির জন্য চমক হারাতে পারে বিপিএল বলে বিশ্বাস অনেকের। এদের মধ্যে রয়েছেন ‘বসুন্ধরা গ্রুপের’ মালিকাধীন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেকও।
একই সময়ে দু’টি টুর্নামেন্ট দুই দেশে হওয়ার ফলে বিপিএলে তার কিছুটা প্রভাব পড়বে বলে মত তাঁর। “একই সময়ে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হবে। যার ফলে বিপিএলের আকর্ষণে তা কিছুটা হলেও প্রভাব পড়বে।”নিজেদের পছন্দের তালিকা থাকা স্বত্বেও অনেককে এর ফলে দলে টানতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগ অন্য সময় হলে দলে আরো মানসম্পন্ন ও পছন্দের ক্রিকেটারদের নিতে পারতেন বলেও মনে করছেন তিনি, “গ্লোবাল টি-টোয়েন্টি কিংবা বিপিএল যদি অন্য সময়ে হতো, তাহলে আমরা আরো কিছু উচ্চ পর্যায়ের ক্রিকেটার পেতে পারতাম।”
টি-টোয়েন্টির তারকা ক্রিকেটার ক্রিস গেইলকে ইতোমধ্যে বিপিএলের জন্য রংপুর রাইডার্স নিশ্চিত করলেও একই সময়ে গ্লোবাল টি-টোয়েন্টি ইগে ব্যস্ত থাকার ফলে বিপিএলের পুরো আসরজুড়ে রংপুরের হয়ে খেলতে পারবেন না তিনি
