
এর আগে বিগত বসরের বিপিএল থেকে এ বছরে বিপিএলে এবারই সবার আগে ফ্র্যাঞ্চাইজিরা তাদের পছন্দের আইকন ক্রিকেটার বেছে নেয়ার পাশাপাশি দেশি ও বিদেশি ক্রিকেটার- কোচ নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলেছে।
প্লেয়ার্স ড্রাফটে দেশি আর বিদেশি মিলিয়ে ৯ থেকে ১০ জন করে ক্রিকেটার বেছে নেয়ার কাজটিও শেষ করে ফেলেছে। সেই প্লেয়ার্স ড্রাফটে দেশের সর্বোচ্চ ৯জন আর বিদেশি দু’জন করে পছন্দের ক্রিকেটার বেছে নিয়েছে দলগুলো।
মোট কথা, বিপিএলের সাত টিমের দল গোছানোর কাজ শেষ। এরই মধ্যে ফিকশ্চার, ভেন্যুও চূড়ান্ত হয়ে গেছে। এখন অপেক্ষা শুধু ময়দানি লড়াই শুরু করা।
৩ নভেম্বর সিলেট স্টেডিয়ামে গতবারের বিজয়ী ঢাকা ডায়নামাইটস আর স্বাগতিক সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল।
কোন দল কেমন হলো? দলগুলোর শক্তি কেমন? তাদের সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা-পর্যালোচনা। সবার কৌতুহলি প্রশ্ন দুটি; এক নাম্বার কোন দল ? দুই) দেশি ও বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছেন কোন ক্রিকেটার?
দল গঠন প্রক্রিয়া শেষে কম-বেশি সবাই মানছেন, এক নম্বর দল গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসই। বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি স্পেশালিষ্ট সাকিব ঢাকার অন্যতম প্রাণশক্তি। সাথে কুমারা সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, সুনিল নারিন আর মোহাম্মদ আমিরের মত বিশ্বমানের পারফরমার যে দলে, সে দলকে সবার ওপরে রাখা ছাড়া আসলে উপায়ও নেই।
তারপর কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, রাজশাহী, সিলেট ও রংপুর। চিটাগাং ভাইকিংস তুলনামূলক পিছনে। এতো গুলো, দলগুলোর শক্তি ও সামর্থ্যের প্রসঙ্গ।
বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের খবর কী? আয়করের কথা ভেবে সবার মুখে তালা। সেখানেও বিদেশি ক্রিকেটারদের কোটা বেঁধে দেয়া আছে; কিন্তু বাস্তবে তার চেয়ে অনেক বেশি অর্থ গুণতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের।
যতদুর জানা গেছে ঢাকা ডায়নামাইটসের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইংলিশ ব্যাটসম্যান কাম উইকেটকিপার জস বাটলারই এবারের বিপিএলে গড়-পড়তা সবচেয়ে বেশি অর্থ পাচ্ছেন। এদের পেতে ঢাকা ও কুমিল্লা ফ্র্যাঞ্চাইজিদের ম্যাচ প্রতি ১৬ লাখ টাকা করে গুনতে হবে।
ঢাকার অপর তিন বিদেশি সুনিল নারিন, কুমারা সাঙ্গাকারা আর আফ্রিদির পিছনেও যাবে অনেক টাকা। এদের মধ্যে শেন ওয়াটসন ম্যাচ প্রতি ১৬ লাখ টাকা (১৮,৭৫০ মার্কিন ডলার) করে নেবেন। সাঙ্গাকারা ও সুনিল নারিনও ১২ লাখ টাকা করে নেবেন।
অন্যদিকে কুমিল্লার ইংলিশ রিক্রুট জস বাটলারের পারিশ্রমিকও শেন ওয়াটসনের মত। তার মানে ওয়াটসন ও বাটলার সেমিফাইনালের আগে সব ম্যাচ খেললে গড়ে পৌনে দুই কোটি টাকা করে পাবেন।
