স্থগিত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লীগ।

এই খবরে স্বস্তি পেতে পারে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোও।

এই লিগ শুরুর তারিখ ছিল ৩ নভেম্বর, বিপিএল সেখানে ৪ নভেম্বর। একই সময়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দুটি টুর্নামেন্ট আয়োজন করা হলে স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের অংশগ্রহণ, সম্প্রচার, বাণিজ্যসহ সবকিছুই বিভাজিত হবে।

স্থগিত হওয়া দক্ষিণ আফ্রিকান গ্লোবাল টি-টোয়েন্টি লিগের বড় বড় নাম,

এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসি, ডেভিড মিলার, ব্রেন্ডন ম্যাককলাম, অ্যালেক্স হেলসদের বিপিএলে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।