বিপিএলের ৫ম আসরে ঢাকা পর্বে প্রথম ম্যাচ থেকেই দেখা যায় গ্যালারি প্রায় ফাকা। দর্শক দেখা যায় না স্টেডিয়ামে। কিন্তু তার উলটো চিত্র দেখা গিয়েছিলো সিলেট স্টেডিয়ামে। টিকেট কিনতে গিয়ে মারামারি পর্যন্ত করেছিল দর্শকরা। আর গ্যালারি খালি দেখে এক অদ্ভুত কান্ড ঘটালো বিপিএলের শক্তিশালী দল ঢাকা ডাইনামাইটস।

গতকাল ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয় খুলনা টাইটান্স এ ম্যাচেও দর্শক ছিলো না গ্যালারিতে। এরপর ঢাকা জেলার দোহার থেকে ঢাকা ডায়নামাইটসের পক্ষথেকে ৫০টি গাড়িতে প্রায় ২০০০ হাজার দর্শক ছিলো যার টিকেট ছিলো ঢাকা ডায়নামাইটসের পক্ষ থেকে সৌজন্য মূলক ।

অবশ্য এমনটা জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্মকর্তা বলেন, অপেক্ষামূলকভাবে এবারের টিকেটের দাম বেশি হওয়ার জন্য খেলা দেখতে ইচ্ছে নেই ঢাকা বাসিন্দাদের।

প্রসঙ্গত, ঢাকা পর্বের টিকিট মূল্য: পূর্ব গ্যালারি ২০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৩০০, ভিআইপি ৫০০ এবং ক্লাব হাউস ৫০০০ টাকায় পাওয়া যাবে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২০০০ টাকা।