বিপিএল-আইপিএল ও সিপিএলসহ বিশ্বের হাইভোল্টেজ টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে ব্যাটসম্যানদের রাজ্যাত থাকলেও কিছু কিছু বোলার নিজেদের গুণে কারেনে থাকেন টাইমলাইনে।

বিপিএল খুবই নগণ্য হওয়াতে আমির-মোস্তাফিজ চেনার সময় নেই ব্যাটসম্যানদের।

এখানে বিশ্বের বাঘা বাঘা বোলাররা একেবারে অসহায়। কিন্তু এমন অসহায়ত্বের ভিতর থেকে বেশ কিছু বোলাররা ঠিকই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখেন কর্মফলের মাধ্যমে। লো রেটে রান দেয়া কিংবা উইকেট শিকারে নিজেকে আলোচনায় আনেন বার বার। সে হিসেবে চলতি বিপিএলে বেশ সফল বেশ কয়েকজন খেলোয়াড়। তাদের অন্যতম খুলনা টাইটান্সের পেসার আবু জায়েদ ও ঢাকা ডায়নামাইটসের শহীদ আফ্রিদি।

বিপিএলে এখন পর্যন্ত ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচ পরিসংখ্যান বলে বিপিএলে অন্যসব সেক্টরে অধিপত্য বিদেশি খেলোয়াড়দের। কারণ এবারের বিপিএলে সর্বোচ্চ পাঁচজন করে বিদেশি খেলোয়াড় অংশ নিচ্ছেন। তাদের বেশির ভাগই তারকা। কিন্তু এতসবের মাঝেও বোলিং সেক্টরে আধিপত্য বজায় রেখেছেন দেশীয় ক্রিকেটাররা।

বিপিএলে সেরা উইকেট শিকারি বোলারদের তালিকা:-

বিপিএলে ৬ ম্যাচ খেলে ১২ উইকেট নিয়ে প্রথম অবস্থানে রয়েছে খুলনা টাইটান্সের আবু জায়েদ । আবু জায়েদের পরে ৪ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে শহীদ আফ্রিদি। আবু জায়েদের থেকে এক ম্যাচ বেশি খেলে এক উইকেট কম নিয়ে তৃতীয় অবস্থানে ঢাকা ডায়নামাইটসের আবু হায়দার রনি। এবারের বিপিএলে বোলিংয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন ঢাকা ডায়নামাইটসের ক্যাপ্টেন সাকিব আল হাসান।