
আগামী ২রা নভেম্বর থেকে পর্দা উঠছে বিপিএলের ৫ম আসর। বিপিএলের ৫ম আসরে দল গোছানোর দিক দিয়ে এগিয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস।
ইতিমধ্যে তারা দলে ভিড়িয়েছে অনেক বিদেশী তারকা খেলোয়াড়দের। এই তালিকায় আছেন শহীদ আফ্রিদি, শেন ওয়াটসন, সুনীল নারিন, মোহাম্মদ আমির, রোভম্যান পাওয়েল ও আসেলা গুনারত্নের মতো তারকা ক্রিকেটাররা। এছাড়াও তারা তাদের আগের আসরএর তারকা ক্রিকেটার লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা এবং উইন্ডিজের তারকা এভিন লুইসকে রেখে দিয়েছেন তাদের দলে।
উইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল খেলতে পারছেনা নিষেধাজ্ঞার জন্য। যার কারণে ঢাকা ডাইনাইমাইটস ভুগছে একজন তারকা অলরাউন্ডারের জন্য । 
সেই শূণ্যতা পূর্ণ করার জন্য তারা দলে ভিরিয়েছেন আফ্রিকান অলরাউন্ডার ক্যামেরন ডেলপোর্টের সাথে। ডেলপোর্ট এখন জাতীয় দলের বাহিরে থাকলেও খেলেছেন র্যাম স্ল্যমের মতো জনপ্রিয় আসর। এছাড়াও খেলেছেন বিগ ব্যাশ।
ক্যামেরন ডেলপোর্ট পুরো আসর জুরেই খেলবেন ঢাকা ডাইনামাইটসের হয়ে। ডেলপোর্ট পারবেন কি ডাইনামাইটসের একজন অলরাউন্ডারের ঘাটতি পূরণ করতে সেটা সময়েই বলে দিবে।
