
আর পাঁচ মাস পরে পর্দা উঠবে দেশের ঘরোয়া ক্রিকেটের সবথেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল)। বিপিএলকে সামনে রেখে এরই মধ্যে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্জাইজি গুলো।
এই দিক থেকে সবথেকে এগিয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস। শেন ওয়াটসন, সুনীল নারিন, শহীদ আফ্রিদি, এভিন লুইসের মতো তারকা ক্রিকেটারদের ইতিমধ্যে দলে ভিড়িয়েছে তারা।
অবশ্য ঢাকার থেকে খুব একটা পিছিয়ে নেই আরেক ফেভারিট দল খুলনা টাইটান্সও। ক্রিস লিন, কাইল অ্যাবোট, রাইলি রুশো, সরফরাজ আহমেদদের মতো তারকা ক্রিকেটারদের সাথে চুক্তি করেছে দলটি।
তবে শুধু ক্রিকেটাররাই নয়, টাইটান্সরা অভিজ্ঞ কোচ নিয়োগ দেয়ার ক্ষেত্রেও উঠেপড়ে লেগেছে টাইটান্সরা। এরই মধ্যে শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তী ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনেকে কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে তারা।
আর খুলনার কোচ হিসেবে দলের সার্বিক অবস্থা পর্যালোচনা করতে আগামী পাঁচ জুলাই ঢাকা আসার কথা রয়েছে জয়াবর্ধনের। দলীয় সুত্রে জানা গেছে একই দিন দুপুরে সংবাদ সম্মেলনে দলের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন তিনি।
এরপর দুপুর ১.৩০ মিনিটে হোটেল রেডিসন ব্লু’তে সাংবাদিকদের সাথে আলাপ করবেন জয়াবর্ধনে। জয়াবর্ধনের সাথে সংবাদ সম্মেলনে থাকবেন খুলনা টাইটান্সের আইকন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও।
পাশাপাশি দলটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, ব্যবস্থপনা পরিচালক কাজী ইনাম আহমেদ ও উপদেষ্টা হাবিবুল বাশার সুমনও এদিন উপস্থিত থাকবেন।
