চলতি মাসের ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এবছরের যুব এশিয়া কাপ। আর সেই টুর্নামেন্টের আটটি দলের অংশগ্রন করবে। যুব এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, নেপাল ও স্বাগতিক মালয়েশিয়া। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পশ্চিমাঞ্চল থেকে বিজয়ী হয়ে আসা একটি দল।

আর এ লক্ষ্যে আজ ঢাকা ছেড়েছে সাইফ-আফিফরা এবং আসবেন ২০ই নভেম্বর। যার ফলে ১১-২২ নভেম্বর অনুষ্ঠেয় ঢাকা পর্বে খেলার সুযোগ পাচ্ছেন না ৫ টাইগার (সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আরাফাত মিশু, কাজী অনিক ও নাঈম হাসান)।

এই কারণে বিপিএলে খেলতে পারবেন না সাইফ-আফিফরা!এরপর ২৪ নভেম্বর থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। তবে সে পর্বে অংশগ্রহণ করতে পারবে ৫ ক্রিকেটার। তবে তাদের দল যদি ফাইনালে উঠে তাহলে খেলতে পারবেন না তারা। কারণ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১২ ডিসেম্বর থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। এরপর ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে অনূর্ধ্ব-১৯ দল।