বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম (২০১৭) আসরের প্রথম দিনই চ্যাম্পিয়ন ঢাকাকে হারিয়ে চমক দেখিয়েছিল নাসির হোসেনের দল সিলেট সিক্সার্স। এরপর বিপিএলে টানা তিনটি জয় নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই চতুর্থ ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। তবে তাদের থামিয়ে দিল মাহমুদুল্লাহর খুলনা। আর এর মধ্য দিয়েই শেষ হল বিপিএলের সিলেট পর্বের খেলা।

এবারের বিপিএলে চলছে চার ছক্কার তাণ্ডব। এক নজরে দেখেনিন ছক্কা হাঁকানো সেরা ১০ ব্যাটসম্যানের তালিকা-

১। লুক রঞ্জি ( চিটাগং )- ১০টি

২। ফ্লেচার ( সিলেট )- ৮টি

৪। থারাঙ্গা ( সিলেট ) -৫টি

৩। ডেলপোর্ট ( ঢাকা )- ৬টি

৫। এভিন লুইস ( ঢাকা )- ৪টি

৬। গুন্তালিকা ( সিলেট) -৪টি

৮। মারলন স্যমুলেস ( কুমিল্লা )- ৪টি

৯। লুক রাইট ( কুমিল্লা ) ৪টি

১০। ফ্রাঙ্কলিন ( রাজশাহী ) – ৩টি