
চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর ৫ম আসর। ইতিমধ্যেই বিপিএল ২০১৭ এর ৮টি খেলা মানে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। চার ম্যাচ খেলে ৩ জয় নিয়ে সকলের শীর্ষে আছে সিলেট সিক্সার্স। বিপিএলে এবার নতুন ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে সিলেট। ফলে তিনটি ভেন্যুতে এবার বিপিএল অনুষ্ঠিত হবে।
২০১২ সাল থেকে ২০১৭ সাল তথা সবগুলো আসর মিলিয়ে যেসব ব্যাটসম্যানেরা সবচেয়ে বেশি শুণ্য রানে আউট হয়েছেন, তাদের ১০ জনের তালিকা।
১। ইমরুল কায়েস ৪২ ম্যাচ খেলে সর্বোচ্চ ৬ বার শুণ্য রানে আউট হয়েছেন।  
২। সাব্বির রহমান ৫৫ ম্যাচ খেলে ৬ বার শুণ্য রানে আউট হয়েছেন।
৩। কেভন কুপার ৩৭ ম্যাচ খেলে ৫ বার শুণ্য রানে আউট হয়েছেন।
৪। মোহাম্মদ মিঠুন ৪২ ম্যাচ খেলে ৫ বার শুণ্য রানে আউট হয়েছেন।
৫। আনামুল হক ৫১ ম্যাচ খেলে ৫ বার শুণ্য রানে আউট হয়েছেন।
৬। রুবেল হোসেন ৩১ ম্যাচ খেলে ৪ বার শুণ্য রানে আউট হয়েছেন।
৭। দিলশান মোনাবিরা ২৪ ম্যাচ খেলে ৪ বার শুণ্য রানে আউট হয়েছেন।
৮। মুশফিকুর রহিম ৪৮ ম্যাচ খেলে ৪ বার শুণ্য রানে আউট হয়েছেন।
৯। মাশরাফি বিন মোর্তুজা ৪৮ ম্যাচ খেলে ৪ বার শুণ্য রানে আউট হয়েছেন।
১০। তাসকিন আহমেদ ২৪ ম্যাচ খেলে ৩ বার শুণ্য রানে আউট হয়েছেন।
এছাড়াও নেইল ও’ব্রায়েন সৈকত আলী আবদুর রাজ্জাক, রবি বোপারা, থিসারা পেরেরা প্রত্যেকেই ৩ বার শুন্য রানে আউট হয়েছে। সর্বোচ্চ ৬ বার করে শুণ্য রানে আউট হন ইমরুল কায়েস ও সাব্বির।
সবচেয়ে বেশি শুন্য রানে আউট হওয়া ১০ জন ক্রিকেটারের মধ্যে ৮জনই বাংলাদেশের ক্রিকেটার এবং দুজন বিদেশী। ৮ জন বাংলাদেশের ক্রিকেটারের মধ্যে ৫ জনই ব্যাটসম্যান হিসেবে খেলেন, অপর তিনজন বোলার হিসেবে।
