
বৃষ্টির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি শুরু হওয়া নিয়েই অনেক শঙ্কা ছিল। তবে দুপুরের পর থেকে বৃষ্টি না হওয়ার জন্য সন্ধ্যা ৬টাতেই রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটি শুরু হয়েছে। তবে প্রথম ইনিংসের সপ্তম ওভার শেষ হতেই না হতেই আবারও হানা দিয়েছে বৃষ্টি।
তাই শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের এই গুরুত্বপূর্ণ ম্যাচ আপাতত বন্ধ আছে। এতে করে রংপুরের সেই আগের শঙ্কা আবারও ফিরে এসেছে।
বিপিএলে বাইলজ অনুযায়ী, কোয়ালিফাই রাউন্ডে নেই কোনো রিজার্ভ ডে। ফলে বৃষ্টি বা অন্য কোনো কারণে যদি ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে প্রথম রাউন্ডের জয়-পরাজয় ও মুখোমুখি লড়াইয়ের ফলাফল বিচার-বিশ্লেষণ করা হবে। যে হিসেবে কুমিল্লার কাছে ধরা খাবে রংপুর।
আর সরাসরি ফাইনালে চলে যাবে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানস। যদি বৃষ্টি থেমে কার্টেল ওভারে খেলা গড়ায়, তাহলে সর্বনিম্ন ৫ ওভার করে খেলা হবে। সেটি না হলে কাট অফ টাইমের পরে সুপার ওভার (১ ওভার) অনুষ্ঠিত হবে।
সুপার ওভারেও খেলা সম্ভব না হলে বাইলজ অনুসারে ম্যাচের নিষ্পত্তি হবে। অর্থাৎ ডেডলাইন প্রায় রাত ৯টা।
এই সময়ের মধ্যে মাঠে বল না গড়ালে পরিত্যক্ত হয়ে যাবে ম্যাচটি। তাতে করে বৃষ্টির পাশাপাশি জয় পাবে কুমিল্লা। সরাসরি শিরোপার মঞ্চে চলে যাবে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানস। স্বপ্নভঙ্গ হবে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের।
