
মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের আকাশের বর্তমান যেই অবস্থা তাতে ক্রিকেট ভক্তদের মনে আনন্দের ঢেউ তুলতেই পারে।কারন মিরপুরে আকাশে এখন পর্যন্ত বৃষ্টির ছিঁটে-ফোঁটাও নেই।তবে এই আনন্দের মাঝেও শঙ্কা আছে,বৃষ্টি না থাকলেও আকাশ যথেষ্ট মেঘলা আছে। তাই আজ সন্ধ্যায় রংপুর-কুমিল্লার ম্যাচে বৃষ্টির তো কিছুটা আশঙ্কা আছেই।
এদিকে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় কোয়ালিফায়ারের মুখোমুখি হয় দুই জায়েন্ট রংপুর ও কুমিল্লা।কিন্তু ম্যাচের সপ্তম ওভার শেষ হতে না হতেই হানা দেয় বৃষ্টি।শেষ পর্যন্ত বৃষ্টি থামলেও আর একটি বলও মাঠে গড়ায়নি। সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচ রিজার্ভ ডে তে আয়োজন করার। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ সন্ধ্যা ছয়টায় ম্যাচের বাকি অংশ হওয়ার কথা।
আবহাওয়া অধিদপ্তর অবশ্য বলেছে, ম্যাচের সময় হালকা বৃষ্টিপাতের আশঙ্কা আছে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না।
গতকাল বৃষ্টির কারণে ম্যাচ যেখানে শেষ হয়েছে, আজ সোমবার সন্ধ্যা ৬টায় ঠিক সেখান থেকেই শুরু হবে। গতকাল সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি ৭ ওভার গড়ানোর পর মিরপুরে বৃষ্টি শুরু হয়। এক উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছিল মাশরাফী বিন মোর্তুজা রংপুর রাইডার্স।
