
আজ ১ম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে ৬ষ্ঠ আসরের ১ম দল হিসেবে ফাইনালে উঠলো কুমিল্লা। আর দল ফাইনালে উঠেই বেশ উচ্ছ্বাস দেখা গেল কুমিল্লার ম্যানেজমেন্টে। এইদিন শহরের বিভিন্ন জায়গাতে মিষ্টি বিতরণের ঘটনা দেখা গিয়েছে।
সোমবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে এভিন লুইসের ব্যাটিং দাপটে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেছে ইমরুল কায়েসের দল। আর এমন জয়ের পর বেশ উচ্ছ্বাসিত দেখা গিয়েছে কুমিল্লার শিবিরেও।
অন্যদিকে অপেক্ষার পালা আরও দীর্ঘ হয়েছে মাশরাফিদের জন্য। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হবে রংপুর রাইডার্সকে।
