বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট ও ঢাকা মিলিয়ে এখন পর্যন্ত ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ব্যাটিংয়ে আধিপত্য দেখিয়ে টাইমলাইনে বিদেশি ব্যাটসম্যানরা। যদিও শেষের দুই-তিনটি ম্যাচে রানে ফিরেছেন দেশীয় ব্যাটসম্যান-ইমরুল-সাব্বির ও নাসিররা।

বিপিএলের ৫ম আসরে রান সংগ্রহকারীদের তালিকায় সবার শীর্ষে রয়েছেন ঢাকা ডায়নামাইটসের মারকুটে ব্যাটসম্যান ইভিন লুইস।  সাত ম্যাচ খেলে ৩৯.৮৩ গড়ে ২৩৯ রান সংগ্রহ করেছেন তিনি।  যাতে দুইটি অর্ধশতকও রয়েছে।  এরপরের অবস্থান রবি বোপারার।  রংপুর রাইডার্সের এই অলরাউন্ডার ৬ ম্যাচ খেলে ৩৫.৫০ গড়ে ২১৯ রান সংগ্রহ করেছেন।  এর পরের অবস্থানে থাকা উপুল থারাঙ্গাার সংগ্রহ ২০৬ রান।