২০১৫ সাল থেকে নভেম্বর মাসে শুরু হয় বাংকাদেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নভেম্বর মাসের প্রথম সাপ্তাহে শুরু হয়ে এটি শেষ হয় ডিসেম্বর মাসের শেষ দিকে। কিন্তু চলতি বছরে এগিয়ে আনা হচ্ছে বিপিএলের সময় সূচী। এই বছরের শেষ দিকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার কথা মাথায় রেখে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে বিপিএল। চলবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত।

আজ বুধবার মিরপুর শেরে বাংলার বিসিবি কার্যালয়ে এমনটি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বললেন, ‘নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে বিপিএলের আগামী আসর।’

তিনি আরও বললেন, অন্যদিকে গত আসরে নিয়ম ছিল প্রতিটি দল ৫ জন করে বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে। যার জন্য অনেক সমালোচনা হয়েছে। তাই সেসব মাথায় রেখেই আবারো পূর্বের নিয়মে ৪জন বিদেশিই খেলাতে পারবে প্রতিটি দল।

তবে বিপিএলের প্লেয়ার ড্রাফটের আগে প্রতিটি দল চারজন করে দেশি ক্রিকেটারকে রেখে দিতে পারতো। এবারও সেই একই নিয়ম থাকবে। কিন্তু এবার দলগুলো যে চার জনকে রেখে দিবে, তাদের মধ্যে দেশি-বিদেশি ক্রিকেটার থাকতে পারে।