বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ৬ষ্ট আসর চলতি বছরে অনুষ্টিত হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনে কারণে এটি হচ্ছে না। তাই এবারের বিপিএল শুরু হবে জানুয়ারিতে। গত আসরের মত এভারেও থাকবে ৬ দল। থাকবে না বরিশাল বুলস।

বিপিএল এর বেশ কিছু দিন বাকি থাকলেও এখনি কিছু প্লেয়ার নিজেদের করে রেখে দিলো প্রতিটি দল।

দেখেনিন দেই প্লেয়ারদের তালিকাঃ

রংপুর রাইডার্সঃ

  1. মাশরাফি মোর্ত্তজা,
  2. মোহাম্মদ মিঠুন,
  3. নাজমুল অপু,
  4. রুবেল হোসেন।

ঢাকা ডায়নামাইটসঃ

  1. সাকিব আল হাসান,
  2.  কাইরেন পোলার্ড,
  3. সুনিল নারাইন,
  4. রভম্যান পাওয়েল।

রাজশাহী কিংসঃ

  1. মুস্তাফিজুর রহমান,
  2. মেহেদী হাসান মিরাজ,
  3. মুমিনুল হক,
  4. জাকির হাসান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ

  1. তামিম ইকবাল,
  2. ইমরুল কায়েস,
  3. মোহাম্মদ সাইফুদ্দিন,
  4. শোয়েব মালিক।

সিলেট সিক্সার্সঃ

  1. সাব্বির রহমান,
  2. নাসির হোসাইন,
  3. সোহাইল তানভীর,
  4. মুশফিকুর রহিম।

খুলনা টাইটানসঃ

  1. মাহমুদুল্লাহ রিয়াদ,
  2. নাজমুল হোসেন শান্ত,
  3. কার্লোস ব্রাথওয়েট।