
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) নিয়ে তৈরি হয়েছে সঙ্কা। জাতীয় নির্বাচনের কারণে চলতি বছরের নম্ভেবার মাসে বিপিএল আয়জন না করে নতুন বছরের জানুয়ারিতে হওয়ার কথা ছিলো। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে জানুয়ারিতে নাও হতে পারে। তবে এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
তবে একটি সূত্রে জানা গেছে নির্বাচন ডিসেম্বরে নয় নির্বাচন হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। আর তাই বিপিএলের ৬ষ্ঠ আসর অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে দুটি, একটি ডিসেম্বরের শেষ ভাগে নির্বাচন হলে মাত্র ৭ দিনের মধ্যে বিপিএলের মতো আয়োজনের প্রস্তুতি নেয়া কতটা সম্ভব! আর নির্বাচন জানুয়ারিতে হলে আবার পেছানো হবে বিপিএল!
সেক্ষেত্রে আরো একটি সমস্যা আসর শেষ করতে হবে ফেব্রুয়ারি ৭/৮ তারিখের মধ্যে। কারণ আগামী বছর ফেব্রুয়ারিতেই নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। তাই শঙ্কা থেকে প্রশ্ন উঠেছে বিপিএলের ষষ্ঠ আসর কি সত্যিই মাঠে গড়াবে?
