বাংলাদেশে আসতেছে ব্রাজীলিয়ান ফুটবলার ভিনিসিয়াস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবাগত ক্লাব বসুন্ধরার হয়ে চুক্তি করেছে এই ব্রাজিলিয়ান ফুটবলার। তবে, এই ভিনিসিয়াস কিন্তু রিয়ালের নতুন সেনসেশন ভিনিসিয়াস জোসে পাইশাও ডি অলিভিয়েরা জুনিয়র নয়।

এর আগে থাইল্যান্ড লিগে খেলেছে এই ফুটবলার। তবে এখন নাম লিখিয়েছেন ঢাকার বসুন্ধরা কিংসে। এ বিষয়ে বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘চুক্তি হয়ে গেছে, সোমবার ভিসার জন্য ওর আবেদন করার কথা। ভিসা পেয়ে গেলে আগামী কয়েক দিনের মধ্যে ভিনিসিয়াস ঢাকা এসে পৌঁছাবে।’

এর আগে ভিনিসিয়াস পুলিশ থার্টিন এএফসির হয়ে ২৫ ম্যাচ খেলে করেছেন ১৩ গোল। আগে খেলতেন ব্রাজিলে, গত মৌসুমে প্রথমবারের মতো দেশের বাইরে খেলেছেন ২৭ বছর বয়সী এ ফরোয়ার্ড। এর আগে ব্রাজিলের ক্লাবে খেলতেন তিনি। ক্লাব চেয়ারম্যান জানিয়েছেন তাঁকে খুব পছন্দ করেছেন কিংসের বিদেশি কোচ অস্কার ব্রুজোন।

তিনি জানান, ‘ওর খেলা দেখে পছন্দ হয়েছে কোচের। তাতে করে ফরোয়ার্ড লাইনের দুশ্চিন্তা কমে গেছে। কয়েক দিনের মধ্যে এশিয়ান কোটায় একজন বিদেশিকেও নিয়ে নেব।’ এশিয়ান ফুটবলার বাদে নেওয়া হয়ে গেছে তাদের বাকি তিন বিদেশি।