বিপিএলের দল গোছাতে ব্যাস্ত হয়ে পড়েছে গত বারের দুই ফাইনালিস্ট ঢাকা ডায়নামাইটস এবং রংপুর রাইডার্স। বিভিন্ন সূত্র মতে জানা গেছে ইতিমধ্যেই তারা ৬ জন করে ক্রিকেটার নিশ্চিত করেছে। তবে ঢাকা ডায়নামাইটস পাচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে সাকিবের পরিবর্তে ঢাকা ডায়নামাইটস এ দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে।

ঢাকায় সাকিব না থাকলেও দলে রয়েছে সুনিল নারিন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ডকে। তবে বড় ধরনের চমক আনছে ঢাকা ডায়নামাইটস। দু’বছর পর ডায়নামাইটসে ফিরছেন আন্দ্রে রাসেল। এছাড়াও ঢাকা ডায়নামাইট এ দেখা যাবে আরেক ইংল্যান্ডের ব্যাটসম্যান জেসন রয়কে।

এদিকে রংপুরে যোগ হয়েছে দক্ষিণ আফ্রিকা গ্রেট ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। গতকালই প্রকাশিত হয়েছিল ইংল্যান্ডের ওপেনার আলেক্স হেলস যোগ দিয়েছে রংপুর রাইডার্স এ।

এছাড়া রংপুর আগের আসর থেকে ধরে রেখেছে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল বাংলাদেশের মোহাম্মদ মিঠুন এবং নাজমুল ইসলাম অপু কে।

রংপুর রাইডার্স :

  1. মাশরাফি বিন মুর্তজা,
  2. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
  3. মোহাম্মদ মিঠুন,
  4. নাজমুল ইসলাম অপু,
  5. আলেক্স হেলস (ইংল্যান্ড),
  6. এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)।

ঢাকা ডায়নামাইটস :

  1. মুশফিকুর রহিম (সম্ভাব্য),
  2. সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ),
  3. রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ),
  4. কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ),
  5. এন্ডি রাসেল (ওয়েস্ট ইন্ডিজ),
  6. জেসন রয় (ইংল্যান্ড)।