
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর অনুষ্টিত হবে জানুয়ারির ৫ তারিখ। সেই লক্ষে প্লেয়ার্স নিলামের তারিখ ছিলো ২৫ অক্টোবর। সেই তারিখ পরিবর্তন করে ২৮ তারিখ করা হয়েছে।
কারণ হিসেবে জানানো হয়, ২৫ তারিখ বিসিবি অফিসিয়ালরা ঢাকায় থাকবেন না। করণ আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার বোর্ডের বেশিরভাগ কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকবেন। আর প্লেয়ার্স ড্রাফট হবে ঢাকায়। তাই বিসিবি অফিসিয়ালদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতেই আগের তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারিত হয়।
আর সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের জানুয়ারি ৫ তারিখ মাঠে গড়াবে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট বিপিএল এর ষষ্ঠ আসর।
