জানুয়ারির ৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের ৬ষ্ঠ  আসর। এই আসরকে সামনে রেখে দল গোছানো শুরু করেছে আসরের সব গুলো দল। যেখানে সবার আগে দলে ভিরিয়েছে বিদেশি খেলোয়াড়দের। এক নজরে দেখেনিন এখন পর্যন্ত বিদেশি খেলোয়ারের তালিকা।

এখন পর্যন্ত নিশ্চিত হওয়া বিপিএলে বিদেশী ক্রিকেটাররাঃ-

ঢাকা ডায়নামাইটস্ঃ

  1. জেসন রয় (ইংল্যান্ড),
  2. আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ),
  3. সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ),
  4. কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ),
  5. রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)

রংপুর রাইডার্সঃ

  1. এলেক্স হেলস (ইংল্যান্ড),
  2. এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা),
  3. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ

  1. লিয়াম ডসন (ইংল্যান্ড),
  2. আসেলা গুনারাত্নে (শ্রীলংকা),
  3. শোয়েব মালিক (পাকিস্তান)।

খুলনা টাইটান্সঃ

  1. ডেভিড মালান (ইংল্যান্ড),
  2. ডুইক রিগোরি (ইংল্যান্ড),
  3. কার্লোস ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)।

সিলেট সিক্সার্সঃ

  1. সন্দীপ লামিচানে(নেপাল),
  2. সোহেল তানভীর (পাকিস্তান),
  3. মার্টিন গাফটিল (নিউজিল্যান্ড)।

চিটাগাং ভাইকিংসঃ

  1. রবি ফ্রাইনিক (দক্ষিণ আফ্রিকা),
  2. লুক রংকি (নিউজিল্যান্ড),
  3. সিকান্দার রাজা(জিম্বাবুয়ে)।

রাজশাহী কিংসঃ

  1. ক্রিস্টিয়ান ইয়োকনার (দক্ষিণ আফ্রিকা),
  2. কায়েস আহমেদ (আফগানিস্তান)।